News|

বিলেতে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন কানাইঘাট এসোসিয়েশন ইউকের ইসি এবং এসি কমিটির সভা গতকাল ১৯শে মার্চ ২০২৩ পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্টিত হয় l

চেয়ারপারসন জনাব আজমল আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব জাকারিয়া সিদ্দিকীর পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন হাফিজ মাওলানা আলতাফুর রহমান l
সুহার্দপূর্ণ পরিবেশে অনুষ্টিত এই সভায় পূর্বনির্ধারিত ভিবিন্ন এজেন্ডা নিয়ে আলোচনায় উপস্থিত সকলেই অংশগ্রহণ করেন l
অনুষ্টানে আমন্ত্রিত অতিথী হিসাবে অংশগ্রহণ করেন বাংলাদেশ থেকে ইউকেতে সফররত ৮ নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের লামাজিঙ্গাবাড়ি মোহাম্মদীয়া দাখিল মাদ্রসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার হাফিজ মাওলানা আলতাফুর রহমান l
কানাইঘাট এসোসিয়েশন ইউকের বিগত দিনের সকল মানবিক কার্যক্রম বাস্তবায়নে উনার সহযোগিতার ভূয়সী প্রশংসা,কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে ও সহযোগিতার আশা ব্যক্ত করেন l
রাতের খাবার এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় l দোয়া পরিচালনা করেন চেয়ারপারসন জনাব আজমল আলী l

Comments are closed.

Close Search Window