News|

আদর্শবার্তা ডেস্ক :

যুক্তরাজ্যে বেড়েউঠা কানাইঘাটের নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে এবং প্রাক্তন সভাপতিগণ ও প্রফেশনালদের সম্মানিত করতে কানাইঘাট এসোসিয়েশন ইউকে আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী অনুষ্টান। সাথে উদ্বোধন করা হয় সংগঠনের ওয়েব সাইট।

রবিবার ২১ জানুয়ারি পূর্বলন্ডনের মায়েদাগ্রিল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্টিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন জনাব আজমল আলী। সেক্রেটারি জনাব জাকারিয়া সিদ্দিকী, এসিস্টেন্ট সেক্রেটারি আহমেদ ইকবাল চৌধুরী, হারুন রশিদ এবং ফারুক আহমদ চৌধুরীর যৌথ পরিচালয় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সাদিকুজ্জামান।

হলভর্তি দর্শকের উপস্তিতিতে প্রথম পর্বে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন উপস্থিত সকল এডভাইসারি বোর্ডের সদস্য। তরুণ এবং প্রতিভাবান ওয়েব পেজ ডেভেলপার মোহাম্মদ শাকাতুল আম্বিয়া (শাহজাহান) সংগঠনের এই সাইটের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সংগঠনের ওয়েবসাইটের ঠিকানা হল – www.kanaighatassociation.org.uk

দ্বিতীয় পর্বে বর্তমান উপদেষ্টা বোর্ডের সদস্য ও সাবেক সভাপতিদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। তাঁরা হলেন যথাক্রমে – হাফিজ মাওলানা আবু সাঈদ, জনাব মোহাম্মদ মখলিছুর রহমান, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমেদ, ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমদ শিকদার এমবিই, জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ এবং জনাব নাজিরুল ইসলাম।

This article first appeared in Adarshabarta, and is used with permission.

Comments are closed.

Close Search Window